উখিয়া প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে রোহিঙ্গাদের প্রায় পনের টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে।এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।এছাড়া আরো দুইটি এনজিও সংস্থার পরিচালনাধীন লানিং সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে।স্হানীয়রা বলছেন,রোহিঙ্গা ক্যাম্পে ঘনঘন আগুন লাগার পেছনে কারো না কারো হাত রয়েছে।প্রত্যাবাসন বাঁধাগ্রস্ত করতে এ অগ্নিকান্ড ঘটনা ঘটতে পারে।সাধারণ রোহিঙ্গাদের ভয় লাগাতে ঝুপড়ী গুলোতে আগুন লাগিয়ে দেয়।এতে নি:ম্ব হচ্ছে রোহিঙ্গারা। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন,রাতে ঘুমাতে গেলে ভয় লাগে।কখন কি হয় বুঝা মুশকিল।তিনি আরো বলেন রাত হলে গুলিবিনিময় হয়।শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ সত্যতা নিশ্চিত করেন।
ছৈয়দ হারুন বলেন, ‘শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের জনৈক ব্যক্তির বসতঘরে হঠাৎ আগুন লাগে। আগুন মুহূর্তে আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।’