জাহাঙ্গীর আলম,টেকনাফ।
কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে সিএনজিসহ ৫০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।এসময় পাচারকারী চালক সিএনজি পেলে পালিয়ে যায়।
মঙ্গলবার(২৫ এপ্রিল)সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানাধীন সরকারি কলেজ গেইট এর পশ্চিমে জাহাঙ্গীর আলম টমটম গ্যারেজের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে সিএনজি ও মদ গুলো জব্দ করা হয়।
এবিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৫ এপ্রিল সন্ধা সাড়ে ৬টার দিকে রামুক্রসিং হাইওয়ে থানার এটিএসআই মো. আলমগীর হোসেন সংগীয় ফোর্সসহ কক্সবাজার সদর থানাধীন সরকারি কলেজ গেইট এর পশ্চিমে জাহাঙ্গীর আলম টমটম গ্যারেজের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তায় রাখা পলিথিন মোড়ানো ৫০ লিটার দেশীয় মদ সহ (কক্সবাজার থ-১১-৬৮৯৪)একটি সিএনজি
জব্দ করে।
এসময় পাচারকারী সিএনজি চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।জব্দকৃত ৫০ লিটার মদের দাম ২৫০০০টাকা।
তিনি আরো জানান, উদ্ধারকৃত সিএনজি ও মদ উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়।এবং এঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তাছাড়া হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানায়।