উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত থেকে ২১কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।এসময় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)আটককৃতরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।
বাহিনীটির দাবি, এটি দেশে জব্দ হওয়া মাদকটির সর্বোচ্চ চালান।বুধবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় এ অভিযান চালানো হয়। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ‘বিজিবির অভিযানে বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা গডফাদার বুজরুখ ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজার ব্যাটালিয়ন সদরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’