নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোডাউন ও পথ সভা অনুষ্ঠিত হয়।সোমবার বিকালে উখিয়ার পালং গার্ডেন থেকে র্য্যালীটি উখিয়ার পালংখালী ষ্টেশন গিয়ে শেষ হয়। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাশেম আলী মিলন।প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ফজল কাদের ভুট্রো।বক্তব্য দেন শাহাদাত হোসেন জুয়েল,উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলমগীর আলম নিসা,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এনামুল কবির,পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সারেকুল ইসলাম,ইমন মাহামুদ সানজিদ,মোহাম্মদ সোহেল,শায়খুল হাদিস,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মুনতাহা,আব্দুল্লাহ আল মাহামুদ শাহিন।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়ার পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ।এর আগে তিন শতাধিক মোটর সাইকেল,মাইক্রোবাস নিয়ে বিশাল শোডাউন করে বরণ করে নেন।
বক্তব্যরা বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে সর্বস্হরে নেতাকর্মীদের কাজ করতে হবে।পাশাপাশি কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক মারুফকে ধন্যবাদ জানান।