আব্দুস সালাম,টেকনাফ
টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে পুড়লো প্রায় ৬০টির মত ঘর,১টি মসজিদ,৩টি লার্নিং সেন্টার,১টি ব্রাকের স্টোর রুম।এতে ক্ষতিগ্রস্ত হল-১৫০টি পরিবার।
সোমবার(২৪ এপ্রিল)রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
চাকমারকুল ২১ নম্বর ক্যাম্প মাঝি নাসির উদ্দীন জানান,হঠাৎ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পে আগুন জ্বলতেছে।যখন আগুন জ্বলে উঠলো আমরা সাথে সাথে আগুন নিয়ন্ত্রণ করার চেস্টা করি।এবং বাড়িতে থাকা লোকজনকে নিরাপদে নিয়ে যেতে তাকি।পরে সেনাবাহিনীর, পুলিশ ও ফায়ারসার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।এ ঘটনায় প্রায় ৬০টির মত ঘর,১টি মসজিদ,৩টি লার্নিং সেন্টার,১টি ব্রাকের স্টোর রুম পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হল-১৫০টি পরিবার।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইমদাদুল ইসলাম বলেন,২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনাটি জানার পর আমরা আমাদের টিম নিয়ে দ্রুত আসার পর প্রায় এক ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে পারছি।তবে কতটি ঘর পুড়ছে এখনো বিস্তারিত জানা যায়নি।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফালুন হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও’র নারী কেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ১৮ এপ্রিল রাতে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এর আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ ২ হাজার ৮০৫টি স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্থ হয়েছেন।