মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্য্যছড়ির বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণজয়ন্তীতে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন,দীর্ঘ ৫০ বছর ধরে অন্ধকারে আলো জ্বালাচ্ছে শিক্ষার বাতিঘর খ্যাত বাইশারী উচ্চ বিদ্যালয়। যে টা বন্দরবান জেলার এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। যার শুরু হয়েছিল অতি কম সংখ্যক শিক্ষার্থী দিয়ে। যেখানে বর্তমানে হাজারাধিক শিক্ষার্থী পাঠ গ্রহন করছে আসছে।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২ টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে আয়োজিত রজতজয়ন্তী উদযাপনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।এতে অনার অব গেষ্ট হিসেবে ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,চেয়ারমম্যান আলম কোং,বান্দরবান আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম,সাবেক প্রধান শিক্ষক কামাল হোছাইন ,সাবেক প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র, প্রধান শিক্ষক আজিজুল হক,প্রবীন শিক্ষক জয়নাল আবেদীন, অমর কান্তি দাস, টিটু শীল , সাবেক সভাপতি শাহাবুদ্দিন ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ,প্রাক্তন ছাত্র মংথোয়াইহ্লা মার্মা,সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেল,এডভোকেট আবু তালেব,এডভোকেট ইসমাঈল.মাষ্টার নুরুল আমিন, এন কে, রাসেদ, মোঃ আলম প্রমুখ।অনুষ্ঠানের সভাপিত্ব করেন বাইশারী উচ্চ ও কলেজের অধ্যক্ষ ওমর ফারুক।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।