বিপ্লব দাশ,লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার লামা হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শওকত ও শাহিনা আক্তারের মেয়ে।
জানা গেছে, সে লামা উপজেলার টিটিএনডিসি কমিউনিটি সেন্টারের উপ-সহকারী পদে কমর্রত ছিলেন। শুক্রবার সন্ধ্যা কালে গলায় ফাঁস দিলে তাকে শশুর বাড়ীর লোকজনও স্থানীয়রা উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এসময় লামা আবাসিক মেডিকেল অফিসার ডা: জিয়া উদ্দিন বাবুল,তাকে মৃত ঘোষণা করেন।
সুত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় বাবার সাথে ঝগড়া করে পাশ্ববর্তী বমুবিলছড়ি শশুর বাড়ির নিজ রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।পারিবারিক ভাবে এক কন্যা সন্তানের জননী,তার স্বামী মোস্তাফিজু রহমান লামা সরকারী মাতামুহুরি ডিগ্রী কলেজের প্রভাষক ।
এব্যাপারে লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন,মৃতদেহ প্রাথমিক সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।