কামরুন তানিয়া
মৃত্যু শয্যায় অশ্রু সিক্ত নয়নে
অস্পষ্ট আধো ভাষায় মৃদুস্বরে
নন্দীনি শুধায়,
বসুধা তুমি এলে বুঝি মৃত্যুর সন্ধিক্ষণে?
বেলা তৃ-প্রহরের শেষ সূর্য স্নানে মৃত্যুর দুয়ারে
এসে দাঁড়িয়েছে জমদূত-
বসুধা,আর একটুখানি অপেক্ষা করো!
আত্মাহননের মরণ প্রলয়ে শেষ নিঃশ্বাসে
নন্দীনি কহে-
বসুধা,অতৃপ্ত আত্মার আকুতি
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে শেষ মিনতি
পরপারে পাড়ি জমাতে সাজসজ্জায় রাঙিয়ে দিও দাবদাহ চিতাগ্নির ঝলসিত মহাসমারোহে।