নাজমুল হক মুন্না ::বাল্য বন্ধুর ফোন পেয়ে চাকুরী নিতে ঢাকায় গিয়ে হারিয়ে যাওয়া সন্তানকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন এক বাবা। বিভন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি তার হারানো সন্তানকে খুঁজছেন।
এ ঘটনায় হতভাগ্য সন্তানের পিতা মোঃ আইয়ুব আলী হাওলাদার ২১মার্চ বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডাইরি নং-১২২২।
বুধবার (৮ মার্চ) রাত ৮টার দিকে মোঃ আইয়ুব আলী হাওলাদারের পুত্র ইমরান হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাড়া তালতলা বাজার থেকে নিখোঁজ হয়ে যায়। ইমরানকে হারিয়ে তার বাবা-মা পুত্রশোকে পাগল প্রায়।
সাংবাদিকদের সঙ্গে কথা হলে মোঃ আইয়ুব আলী হাওলাদার জানান, চার ছেলের মধ্যে মেঝ ছেলে মোঃ ইমরান হাওলাদার ৪মার্চ চাকুরী নিতে ঢাকায় পুরনো এক বন্ধুর কাছে যায়। পুত্র ইমরানের সঙ্গে ৮ মার্চ পর্যন্ত ফোনে যোগাযোগ ছিল৷ চলতি মাসের ৮ মার্চ রাত ৮টার সময় থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এতদিন অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানায় নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপর প্রতিদিন তিনি ও তার নিকটাত্মীয়রা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। নিখোঁজ ইমরানকে খুঁজে পেতে তার পিতাঃ মোঃ আইয়ুব আলী হাওলাদার পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি সহায়তা কামনা করেছেন।
নিখোঁজ ইমরান বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মোঃ আইয়ুব আলী হাওলাদারের মেঝ পুত্র।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান মোঃ ইমরান হাওলাদারের নিঁখোজের ঘটনায় সাধারণ ডায়েরির সত্যতা স্বীকার করে জানান, থানা পুলিশও নিঁখোজ ইমরানকে খুঁজে বের করার কাজ অব্যাহত রেখেছে।