নিজস্ব প্রতিবেদকঃ-
উখিয়ার অন্যতম বিদ্যাপীঠ আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০২২ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান প্রধান করা হয়েছে।
বুধবার (১ মার্চ) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক আলমগীর কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শাহ জাহান চৌধুরী।
এসময় প্রধান অতিথি,তরুণ প্রজন্মকে খেলায় মনোনিবেশ করলে মাদক সেবন ও সামাজিক অপরাধ কমে আসবে বলে মন্তব্য করেন।কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় তিনি আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আরও বলেন,এমন আয়োজন ইতিবাচক এবং তরুণ প্রজন্মের মাঝে সামাজিক মুল্যবোধের চেতনাকে ছড়িয়ে দেওয়ার প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা আলহাজ্ব শাহ কামাল চৌধুরী,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শাহিন আক্তার,বিশিষ্ট শিক্ষানুরাগী বাদশা মিয়া চৌধুরী,জালাল আহমেদ চৌধুরী,টেকনাফ সরকারি কলেজ’র অধ্যাপক জিয়াউল হক হান্নান,উখিয়া ডিগ্রি কলেজ’র অধ্যাপক তহিদ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক ফজলুল করিম ও সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আব্দুল খালেক ও সুজন চন্দ্র দে।