নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ আগস্ট শুক্রবার সকাল ৮ টায় বাংলাদেশের আওয়ামীলীগ উজিরপুর উপজেলার প্রধান কার্যালয়ে আলোচনা সভা এবং কেক কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে একটি বর্ণাঢ্য রেলী বেরকার হয়।রেলিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পাল্য অর্পণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ । আলোচনা সভায় এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী , সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু সহ অনেকে ।এর পর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলী বিভিন্ন সডক প্রদক্ষিন করে । পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুস্ঠান ও পুরস্কার বিতরন করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার , উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানি শীল, সাবেক সংসদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওদুদ সরদার, বীর মুক্তিযাদ্ধা আকরাম হোসেন ।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল হোসেন,সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুল হাসান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ: রহিম সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী । অপরদিকে দুপুর ১২ টার সময় উজিরপুর পৌরসভায় পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু , কাউন্সিলর রিপন মোল্লা, খবির উদ্দিন হাওলাদার, নজরুল ইসলাম মামুন প্রমুখ এছাড়াও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।