মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)সংবাদদাতা।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মাটিরাঙ্গা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় (০১ ফেব্রুয়ারী) সকালে জোন সদরে মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন পিএসসি, দুইজন অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার টাকা ও মাটিরাঙ্গা প্রমিলা ফুটবল একাডেমির মাঝে ২৫ হাজার টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মন্দিরে পূজা উপলক্ষে ১৫ হাজার টাকা সহ সর্বমোট ৫৫ হাজার টাকা বিশেষ মানবিক সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা কার্যক্রম শেষে উপস্থিত জনসাধারন বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে এবং বিশেষত মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক সকলের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। পার্বত্য অঞ্চলে শিক্ষার মানকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও দেশের মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন ও গৌরবের প্রতীক এই সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়ন, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং খেলাধুলার মান উন্নয়নে সর্বদায় মাটিরাঙ্গা জোন নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে।