টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ জাহেদা খানম (৩২) নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা থেকে সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় মরিচ্যা চেকপোস্টে বিজিবির নারী সৈনিক দ্বারা তল্লাশী চালিয়ে শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় বিশেষভাবে লুকায়িত ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জাহেদা খানম সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাজারপাড়া এলাকার নুরুল আবসারের স্ত্রী। বর্তমানে ৪নং ওয়ার্ডের মেম্বার আমির হামজার ছেলে মোঃ আল নোমানে একটি মাদকের সিন্ডিকেট রয়েছে। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধির আড়ালে নোমান দ্বীপে একটি মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। আটককৃত নারী সম্পর্কে নোমানের আপন চাচি ও মাদক পাচার সিন্ডিকেটের অন্যতম সদস্য।
৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিযোগে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালে যাত্রী জাহেদা খানমকে আটক করে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে বিজিবির নারী সৈনিকদ্বারা তল্লাশি করা হলে তার শরীরের বিভিন্ন অংশে লুকানো অবস্থায় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীকে রামু থানায় হস্তান্তরের করা হয়েছে।