এইচ.কে রফিক উদ্দিনঃ-
কথায় বলে,ধ্যানের চর্চা হয় গুহায়,ধর্মের চর্চা হয় মসজিদ-মন্দিরে,নীতির চর্চা হয় পরিবারে, বিদ্যার চর্চা হয় বিদ্যালয়ে,এমন একটি যুগ যুগ ধরে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী পাতাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাকাল ৫০ বছর পূর্ণ হয়েছে।
স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ব্যাচ প্রতিনিধিদের মাঝে শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বিদ্যালয় হলরুমে সুবর্ণজয়ন্তী উদযাপনের সমন্বয়কারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম কামাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২০ জন ব্যাচ প্রতিনিধিদের মাঝে রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়৷
এছাড়াও রেজিষ্ট্রেশন ফরম পুরণের সুবিধার্থে পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,শৈলরডেবা,শিলের ছড়া,মহুরি পাড়া,আমগাছ তলা,নিউ ফরেস্ট অফিস,উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস,উখিয়া অনলাইন প্রেস ক্লাব ও করিম টেলিকম সেন্টারসহ বিভিন্ন স্হানে ১০টি রেজিষ্ট্রেশন বুথ স্হাপন করা হয়েছে।
নানা আয়োজনে মুখর করে প্রাক্তন-প্রাক্তনীদের অনন্য স্মরণীয় দিন হিসেবে উপহার দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন আয়োজক কর্তৃপক্ষ। প্রথমবারের মতো এ পুনর্মীলনীতে সারাদেশে ছড়িয়ে থাকা অন্তত ১ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নিবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
আগামী ৭ এপ্রিল রেজিষ্ট্রেশনের শেষ সময় বলে ঘোষণা করেছে আয়োজক কমিটি।তারা মনে করছেন স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলবে এই আয়োজনে।
২৩ এপ্রিল (সম্ভাব্য) বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বসতে চলেছে বিদ্যালয় প্রাঙ্গণে।