মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি ৪৫ এবং ৪৬ পিলারের চলতি সময়ে যে স্থল মাইন বিস্ফোরণ হয়েছে তার পিছনে রয়েছে মিয়ানমার অভ্যন্তর থেকে গরু আনার জন্য অবৈধভাবে সে দেশে অনুপ্রবেশ করার সময় অথবা মিয়ানমার থেকে ফেরার সময় সে দেশের পুতে রাখা স্থল মাইন বিকট শব্দে বিস্ফোরিত হয় মানুষের পায়ের স্পর্শে।গত ৬দিনের মধ্যে জামছড়ি এলাকার মিয়ানমার সীমান্তের সামান্য অভ্যন্তরে দুটি স্থল মাইন বিস্ফোরণ হয়ে দুই ব্যাক্তি মারাত্মক ভাবে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে।গত ২০ ফেব্রুয়ারি মিয়ানমারের ভিতরে চোরাই প্রথা অবল্বন করে গরু আনতে গিয়ে আনুয়ার হোসেন (৩০),এবং ২৫ ফেব্রুয়ারি গোলাম আকবর (২৫) নামের আহত দুজনেই সীমান্ত এলাকা জামছড়ির এলাকার স্থায়ী বাসিন্দা।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ছাবেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,২৫ ফেব্রুয়ারির মাইন বিস্ফোরণের ঘটনায় আহত গোলাম আকবরের বতর্মান আবস্থা খুবই সংকটাপূর্ণ কক্সবাজার সদর হাসপাতাল থেকে অন্যত্র রেফার করে দিয়েছেন।তিনি আরো জানান তার এলাকা দিয়ে এখন গরু আসেনা তবে ৪৭পিলারের মিয়ানমার অভ্যন্তর থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি ফাকি দিয়ে দূর্গম পথে দিয়ে রাজস্ব বিহীন চোরাই আসছে।