মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি:
বকক্সবাজার RRRC ও স্হানীয় ঘুমধুম চেয়ারম্যানের জাহাঙ্গীর আজিজের তত্ত্ববধানে তুমব্রু এলাকায় অবস্থানরত বাস্তচ্যুত রোহিঙ্গ্যাদেরকে(FDMN) ট্রানজিট ক্যাম্পে ৮ম ধাপে ৬৭পরিবারের ২৪২ জনকে রোববার সকাল ১০টা থেকে দুইটা পযর্ন্ত এই হস্থান্তরের কার্যক্রম চলে।এসময় ক্যাম্প -৫ এর ইনচার্জ (নির্বাহী ম্যাজিষ্টেট) প্রীতম সাহা উপস্হিত ছিলেন।উল্লেখ্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার শুন্যরেখায় থাকা মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে আসা প্রায় ৫১০০ জন রোহিঙ্গা নারী পুরুষ অবস্থান করা অস্থায়ী আশ্রয় শিবিরটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।
মিয়ামার কেন্দ্রিক সশস্ত্র বিদ্রোহী গ্রুপের মাঝে রক্তঝরা দফায় দফা সংঘর্ষের জেরে একটি বিদ্রোহী গ্রুপের তিন দফার আগুনে পুড়ে যায় আশ্রয় শিবিরের সব ঘর।ঐ ঘটনার পরে নিরুপায় হয়ে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা অবস্থান নেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকায়।
বতর্মানে শুন্যরেখা থেকে আসার হিসাব অনুযায়ী অনেক রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,ধারনা করা হচ্ছে উক্ত এলাকা থেকে পাশ্ববর্তী এলাকায় ঢুকে ছড়িয়ে ছিটিয়ে বিছিন্ন ভাবে কাজ কর্মে জড়িয়ে পড়েছে তারা।