প্রতিনিধি।।
নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতি সংরক্ষণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী সোমবার বেলা ১২ টায় অফিসার্স ক্লাবের মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,তিনি বলেন ‘বন্যহাতির প্রাকৃতিক চলাচলের পথ, খাবার ও পানির উৎস রক্ষা, গহিন বনের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, হাতির নিরাপত্তা, অভয়ারণ্যসহ পর্যাপ্ত খাদ্য শৃঙ্খল গড়ে তুলতে হবে।নয়তো হাতি-মানুষের দ্বন্দ্ব বাড়বে,ফাঁদ পেতে হাতি হত্যা বন্ধ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন
রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম বক্তব্য বলেন হাতির আক্রমণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকার সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করে আসছে।
সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা সহ পাহাড়ি বনাঞ্চলে বাড়িঘর নির্মাণ ঠেকানো গেলে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা সম্ভব।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম,জেট ছলিম,শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, কৃষি কর্মকর্তা ইনামুল হক,প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,সদস্য সচিব ও দৈনিক যুগান্তরের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম কাজল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান, আনসার, পুলিশ, বিজিবি, স্থানীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।