মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি:
‘এসো মিলি প্রাণের টানে’- এই স্লোগানে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের মিলন-মেলা বৃহৎ পরিসরে জাঁকজমকপূর্ণভাবে নেচে-গেয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার সুরম্য পর্যটন স্পট উপবন পর্যটন কেন্দ্রে প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এই মিলন- মেলা অনুষ্ঠিত হয়। এই মনোমুগ্ধকর ও বিরাট পরিসরের মিলন-মেলার প্রধান সমন্বয়ক ছিলেন মাস্টার মো: শাহনেওয়াজ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মাস্টার জাহাঙ্গীর আলম। এছাড়াও মাস্টার সালামত উল্লাহ,মাস্টার আসাদুজ্জামান ইফাজ, মাস্টার আলাউদ্দিন, মাস্টার মানিক ও মাস্টার শাহজাহান প্রমুখ সার্বিক সহযোগিতায় ছিলেন।
উক্ত মিলনমেলায় জেলা পরিষদের সদস্য ক্যানোয়ান চাক,সদরের চেয়ারম্যান নুরুল আবছার ইমন ও সাংবাদিক সানজিদা আক্তার রুনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জানা যায়,উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০জন সহকারী শিক্ষক এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। এই মিলনমেলায় খাওয়া-দাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান,খেলাধুলা,র্যাফল ড্র ও নতুন সহকারী শিক্ষকবৃন্দের ফুল দিয়ে বরণ করা হয়। হাঁড়ি ভাঙা ও র্যাফল ড্র অনুষ্ঠানকে আরও প্রাণসঞ্চার সৃষ্টি করে।
প্রধান সমন্বয়ক মাস্টার মো. শাহনেওয়াজ,মাস্টার জাহাঙ্গীর আলম ও মাস্টার আসাদুজ্জামান ইফাজের সাথে কথা হলে তাঁরা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই প্রথমবার উল্লেখযোগ্য প্রাথমিক শিক্ষকবৃন্দের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশে মিলনমেলার আয়োজন করা হয় এবং অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্তও হয়।