টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ পৌরসভার অন্তর্গত পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ড মাতাব্বর বাড়ি জামে মসজিদ ও মডেল মাদ্রাসার ৫ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাতাব্বর বাড়ি জামে মসজিদ ও মডেল মাদ্রাসার ৫তম বার্ষিক অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় শুরু হয় দুনিয়া ও আখিরাতকে সামনে রেখে তাফসীরুল কুরআন মাহ্ফিল। এ সময় কক্সবাজার জেলার তরুন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা ও মাতাব্বর বাড়ি জামে মসজিদ ও মডেল মাদ্রাসার সভাপতি ওমর ফারুক সিআইপিকে সম্মাননা স্মারক প্রদান করেন মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান পরিচালক টেকনাফ পৌরসভার প্যানেল চেয়ারম্যান হাফেজ এনামুল হাসান (কাউন্সিলর),সহ-সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমূখ। মাতাব্বর বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি ওমর ফারুক সিআইপি বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা। আমার মহতী কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমাকে সম্মানিত করায় আমি মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবখানে যতটুকু পারি সেবা দেওয়ার পাশাপাশি এ মাতাব্বর বাড়ি জামে মসজিদ ও মডেল মাদ্রাসার সেবায় আমি অতীতেও ছিলাম এখনও আছি আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।উল্লেখ্য যে, ওমর ফারুক সিআইপি সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ডস-২০২২’ অ্যাওয়ার্ড অর্জন করেন।এর আগে টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানির উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক কক্সবাজার জেলার তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতার নির্বাচিত হন। তাঁর এ অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য এলাকাবাসী গর্বিত।