প্রেস বিজ্ঞপ্তি:
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনকালীন দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি ও হুইপ শাহজাহান চৌধুরী।
উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে সিঃ সহ-সভাপতি জুহুর আহমদ চৌধুরী, সিঃ-যুগ্ন-সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিবসহ সাংগঠনিক আট ইউনিয়ন বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল ও তাতী দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সবার মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় জানান উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এডভোকেট শাহ আমিন চৌধুরী।