টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারে হেলভেটস বাংলাদেশ জিআইজেড লাইভলিহুড প্রজেক্টের নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) কক্সবাজারে হেলভেটাস বাংলাদেশে এর জিআইজেড লাইভলিহুড প্রজেক্টের নলেজ শেয়ারিং ওয়ার্কশপ হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ-এ অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রকল্পের নলেজ শেয়ারিং এর সাথে সাথে গত দুই বছরে GIZ Livelihood- প্রকল্পের অর্জনসমুহ উপস্থাপন করা হয়।
তে প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন GIZ হেড অব প্রোগ্রাম আলেকজান্ডার বেটজ-সহ GIZ-এর অন্যান্য কর্মকর্তারা, হেলভেটাস বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর শামীম আহমেদ সহ হেলভেটাসের অন্যান্য কর্মীরা; এছাড়াও রামু উপজেলা প্রশাসনের কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী ব্যাংক কর্মকর্তা সহ দক্ষিণ মিতাছড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রামুর কুনিয়া পালং ও রাজারকুলের ইউনিয়ন পরিষদ সদস্য। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ জাতিসংঘের সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য হেলভেটাস বাংলাদেশকে ধন্যবাদ জানান কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক । কোভিড-১৯ পরিস্থিতির সময় কক্সবাজারের হোস্ট কমিউনিটিতে যখন জীবিকা নির্বাহে সমস্যার সম্মুখীন হয়েছিল ঠিক সেই সময়ে এরূপ প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিশেষ করে GIZ এবং হেলভেটাস বাংলাদেশকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি সুবিধাভোগীদের জীবন পরিবর্তনের গল্প শুনে খুশি হন বলে জানান। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ সরকার জীবিকায়ন প্রকল্পের মাধ্যমে যে পরিবর্তন ঘটেছে তাকে স্বাগত জানায় এবং ইতিমধ্যেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকারও জনগণের কাছে পৌঁছে দিচ্ছে।
GIZ প্রোগ্রাম প্রধান বলেন, তিনি হেলভেটাস বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ব্যবসায়িক উন্নয়ন পদ্ধতি দেখে খুশি এবং তিনি আশা প্রকাশ করেন সরকার এবং অন্যান্য সংস্থ্ সমুহ এই পদ্ধতির অনুসরণ করতে পারে।
হেলভেটাসের এশিয়ার-আঞ্চলিক মানবিক প্রকল্প সমন্বয়কারী কমলেশ ভায়াস সমস্ত অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং পরামর্শের জন্য ধন্যবাধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
উল্লেখ্য, গত ২ বছর ধরে, হেলভেটাস বাংলাদেশ জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়/জিআইজেডের অর্থায়নে একটি প্রকল্পের মাধ্যমে দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের তথা তাদের জীবনযাত্রার অবস্থা পুনরুদ্ধার এবং উন্নত করতে রামু উপজেলা সহ কক্সবাজারে স্থানীয় পিছিয়ে পড়া সম্প্রদায়ের সাথে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে, ৩০টি এসএমই, ৯০জন শিক্ষানবিশ, ৯০৬ জন কাজের বিনিময়ে টাকা সুবিধাভোগী এবং ৮০০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে তাদের ব্যবসা শুরু করা, পুনরুদ্ধার বা প্রসারিত করতে সহায়তা করা করে।