উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন দেশে আজ গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, গুম-খুনে দেশ আজ দিশেহারা। দিনের ভোট রাতে করে এ সরকার জনগণকে বোকা বানাতে চেষ্টা করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অস্তিতের জন্য লড়াই করতে হবে। উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
রবিবার বিকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ যুবদলের আহবায়ক মোঃআমিন।প্রধান বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।
শুরুতে উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি জুহুর আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম সিরাজী, সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ, প্রচার সম্পাদক এডভোকেট শাহ আমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ ও ইউনিয়ন বিএনপি সভাপতি মাষ্টার আব্দুল করিম, উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক আকতার সিকদার।
বক্তব্য দেন উখিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল আমিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আজসার সাবিত চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, রিদুয়ানুর রহমান বাপ্পী, সোহেল রানা, আব্দুল মজিদ।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার আনোয়ারুল ইসলাম।পরে কাউন্সিলরদের সম্মতি ক্রমে মোহাম্মদ আমিন সভাপতি ও মাষ্টার আনোয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।