এইচ.কে রফিক উদ্দিন উখিয়াঃ-
আগামী ৮ মার্চ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন।
দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে যুবলীগের তৃণমূল নেতাকর্মীরা।সেই সঙ্গে সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রায় ১০ বছর পর তিন বছর মেয়াদি যুবলীগের এই মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কমিটিতে স্থান পেতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৫ জন নেতা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
তবে যুবলীগের সাধারণ নেতাকর্মীরা মনে করেন সংগঠনের দুর্দিনে যারা প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনের হাল ধরে রেখেছেন, নানা ত্যাগের ভেতর জেল-জুলুম সহ্য করে সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন, ক্লিন ইমেজ ধরে রেখেছেন তারাই পরীক্ষিত সৈনিক হিসাবে সংগঠনের মূল নেতৃত্বে আসুক।
এদিকে উখিয়া উপজেলায় যুবলীগের সম্মেলন ঘিরে তৎপরতা বেড়েছে পদপ্রত্যাশী বর্তমান যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাদের। শীর্ষ পদপ্রত্যাশীরা ইতোমধ্যে যুবলীগের কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্তসহ কক্সবাজার জেলা যুব ও আওয়ামীলীগের শীর্ষপদের নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।
বিভিন্নভাবে তদ্বির-লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ কারণে সব মিলিয়ে উখিয়া যুবলীগের রাজনীতিতে চাঙ্গাভাব বিরাজ করছে।
সাধারণ নেতাকর্মীরা কিছুটা উজ্জীবিত হয়েছেন। তবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি-সম্পাদক পদে বর্তমান উপজেলা যুবলীগের নেতারা ছাড়াও ছাত্রলীগের সাবেক কয়েক নেতা আলোচনায় রয়েছে।এবারের কমিটিতে চমক আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে বিতর্কিত কাউকেই পদ দেওয়া হবে না বলে কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে।
যুবলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জানান, বিগত দিনে যার ত্যাগ রয়েছে। বিএনপি-জামায়াত-শিবিরের জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যারা দীর্ঘদিন থেকে ত্যাগ স্বীকার করে মুজিব আদর্শ ধারণ করে রাজনীতি করে এসেছেন তাদের যেন মূল্যায়ন করা হয়।
এদিকে সভাপতি পদে বর্তমান সম্পাদক ইমাম হোসেন,উপজেলা যুবলীগ নেতা হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী,উপজেলা যুবলীগ নেতা বশির আহমেদ আজাদ,উপজেলা যুবলীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী,উপজেলা শ্রমিকলীগ নেতা সরওয়ার কামাল পাশা,সাবেক ছাত্রলীগ উপজেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান ও সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল,উখিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন মিথুন,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাইসার চৌধুরী রোবেল,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সম্পাদক রাসেল উদ্দিন সুজন, পালংখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সওদাগর,উপজেলা যুবলীগ নেতা মিশকাত শরিফ আলোচনায় রয়েছেন।
বর্তমান সভাপতি মুজিবুল হক আজাদ বলেন,অতীতে দলের জন্য যাদের ত্যাগ,শ্রম আছে তাদের সভাপতি/সম্পাদক করার জন্য সুপারিশ করা হবে।