নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়া এলাকা জুড়ে দোবাই সিন্ডিকেট’র অবৈধ হুন্ডি ব্যবসা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।সরকারের নিষিদ্ধ ঘোষিত হুন্ডি ব্যবসার লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে প্রতিদিন।
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারার কাশেম আলী’র ছেলে তোফায়েল আহমেদ’র নেতৃত্বে একটি শক্তিশালী হুন্ডি সিন্ডিকেট পুরো কক্সবাজার জেলা নিয়ন্ত্রণ করছে।আর এ অবৈধ ব্যবসার কারণে বিপুল অংকের বৈদেশিক আয় থেকে রাজস্ব হারাচ্ছে সরকার।
খোজ খবর নিয়ে জানা যায়,দক্ষিণ কক্সবাজার সীমান্তবর্তী উখিয়া-টেকনাফের হাজার হাজার বাসিন্দা দুবাই বসবাস করছে। অনেকেই ব্যাংকিং লেনদেনের পরিবর্তে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়। শুধু তাই নয় দুবাইতে অবস্থানরত রোহিঙ্গারাও একই কায়দায় টাকা পাঠিয়ে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে অনেক প্রবাসী জানান, এক সময়ে অবৈধ হুন্ডি ব্যবসায় কয়েকজন হুন্ডি সম্রাট জড়িত থাকলেও এখন তাদের খাতায় নতুন করে গডফাদারের নাম লিখিয়েছেন দুবাই প্রবাসী তোফায়েল আহমেদ।
রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন অসংখ্য রোহিঙ্গা নাগরিক উখিয়ায় এসে তোফায়েল আহমেদ’র সিন্ডিকেট থেকে হুন্ডির চালানীর টাকা নিয়ে যায বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে সরকারের নিষেধ করা হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। তথ্য ও হুন্ডির চালানীর টাকা লেনদেন করছে এমন খবর পেলে অভিযান পরিচালনা করছে তারা।