মাজেদ ফাইভ স্টার, তুলাতলী চ্যাম্পিয়ন
প্রতিবেদক, রামু
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডে নাইট মিনিফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় মাজেদ ফাইভ স্টার, তুলাতলী ১-০ গোলে মাজেদ ফাইভ স্টার, উত্তরপাড়া ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার সন্ধ্যায় উত্তর পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বক্ত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবছার কামাল সিকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, উত্তর মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শরিফুল আলম চৌধুরী, ইউপি সদস্য মঈন উদ্দিন, ইউপি সদস্য আবু তালেব, সাবেক ইউপি সদস্য ফাতেমা বেগম প্রমূখ। প্রচুর দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা পরিচালনা করেন রেফরী সুমন বড়ুয়া, লাইন্সম্যান সোহেল বড়ুয়া এবং মোবারক। ধারাভাষ্যকার ছিলেন মো. হাসান। উত্তর মিঠাছড়ি স্পোর্টিং ক্লাবের ইনজামাম আহমেদ রামীম, আবদুল জলিল, খলিল, বশর, আশিক, বাবুসহ ৬৫ জন সদস্যেরঅক্লান্ত পরিশ্রমে ডে নাইট মিনিফুটবল টূর্ণামেন্ট ২০২২-২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। টূর্ণামেন্টে মোট ৩২ টি ফুটবল দল অংশগ্রহণ করে।