প্রতিবেদক, রামু
রামুতে ‘পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে রামু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক, যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন। রামু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা আইইএম ইউনিটের উপপরিচালক (পিএম) আসমা হাসান, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, পরিবার পরিকল্পনা, কক্সবাজারের ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ডা. রকিব উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত কর্মশালায়
রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু উপজেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা শরিফুল হক, ফতেখাঁরকুল ইউনিয়নের সদস্য রাবেয়া বসরী রাবুসহ ইমাম, পুরোহিত, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিসহ জনপ্রতিনিধিরা অংশ নেন।