তানিয়া
এক মোটো শান্তির অন্বেষণে
তৃষ্ণাটা অতৃপ্ততায় রয়ে যায়।
প্রহর গুনে নয়ন রাখি
তোমারি প্রতিচ্ছবিতে,
কবে আসিবে তুমি?
শুনিব চয়ন ধ্বনি।
নয়নের জ্বল পারিনা
ধরিয়া রাখিতে নয়নের আদলে।
তোমারি মৃদু কন্ঠে শুনিব
প্রিয় হারা আত্নার আকুতি।
আমি বসে আছি গহীন নিরালায়
যেতাই হই না কোও- সুখের উল্লাস।
কবি,তোমারি কন্ঠে বাজে অভয়ব
আমৃত্যু জয়ের মৃন্ময়ী সুর।