– তন্দ্রা সরকার
কিংবদন্তী ফুটবলার কালো মানিক খ্যাত
‘পেলে’র মৃত্যুতে শোকাচ্ছন্ন ফুটবল বিশ্ব!!
ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট
ফুটবল, পেলে, ব্রাজিল
সমার্থক তিনটি শব্দ ছাড়িয়ে
ফুটবল বিশ্বে তুমি
ফুটবলের রাজা, সম্রাট, কিংবদন্তী।
সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন
হাসপাতালে তোমার চির বিদায়,
তোমার বিদায়ে বিনম্র শ্রদ্ধা
চির অমর হয়ে থাকবে তুমি
পৃথিবীর কোটি ফুটবল
প্রেমীদের মাঝে।
১৯৫৮, ‘৬২, ‘৭০ তিনবার
তোমার বিশ্বকাপ জয়ে
তুমিই ফুটবলের সৌন্দর্য
তুলে ধরেছো বিশ্বের বুকে,
ম্যারাডোনার মৃত্যুতে তুমি বলেছিলে –
‘আমরা একসাথে স্বর্গে ফুটবল খেলবো’
খুব প্রিয় ছিলো তোমার
ম্যারাডোনা, মেসিও।
জীবনে কত ম্যাচ জিতেছো
হেরে যাওয়া ম্যাচেও শেষ পর্যন্ত
পাল্টে দিয়েছো ফলাফল
সেই তুমি লড়াই করেও হেরে গেলে
মরণব্যাধি ক্যানসারের কাছে
জীবন এভাবেই মৃত্যুর পানে ধায়।
ফুটবলের মহাতারকা
ফুটবলের রাজা, সম্রাট, কিংবদন্তী
তুমি ছিলে, আছো, থাকবে
পৃথিবীর কোটি ভক্তের হৃদয়ে
ইতিহাসের পাতায় পাতায়
তুমি চিরঞ্জীব,
তোমার বিদায়ে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি
বিদায় কিংবদন্তী ফুটবলার ‘পেলে’।