উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার দুপুরে উখিয়ার কোটবাজার ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।উক্ত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জুহুর আহমদ চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।এসময় তিনি বলেন দেশে সর্বক্ষেত্রে দুর্নীতির মহোৎসব চলছে।দলীয় নেতাকর্মীদের দিয়ে লুটপাট চালাচ্ছে।বিএনপির নেতাকর্মীদের হামলা -মামলা দিয়ে দমানো যাবে না।
বক্তারা বলেন,বিগত -১৫বছর ধরে আওয়ামী লীগ সরকার গ্যাস,বিদ্যুৎ,জ্বালানি সহ বিভিন্ন জিনিস পত্রের দাম বাড়িয়েছে অনেকবার।অচিরেই এ সরকারের পতন হবে।সাধারন জনগণের মনের কথা বুঝতে হবে।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ,উখিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,উখিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক মাহামুদ চৌধুরী রাজিব,উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর আলম,উখিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক মনির আহমদ,উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী,উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুলাহ আল মামুন,উখিয়া উপজেলা তাঁতী দলের আহবায়ক আমিনুল হক আমিন,উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জযনাল আবেদিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান রহমান ও ছাত্রদল নেতা এম এইচ ভুট্টাে।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বিএনপি নেতা আবুল হাসান আলী।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আরফাত চৌধুরী। এর আগে উখিয়ার বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।