(শেষ পর্ব)
কবিতা পর্বের প্রথমেই কবি পরিচিতি পাওয়া আনম রফিকুর রশীদের-“গ্রামবাসী বনাম রেললাইনবাসী” শিরোনামে রেললাইনের নানামাত্রিক সুখ-দুখের কাব্যিক বিবরণ,কবিতার সমঝদার পাঠকগণের মনের খোরাক জোগাবে।
চবি’র তরুণ অধ্যাপক হোছাইন মোঃ ইউনুছ সিরাজী’র “কবিতার স্বাধীনতা চাই” ও “বসন্ত বদলে গেছে” নামে দীর্ঘ কবিতাদ্বয় সুখপাঠ্য হিসেবে সমাদর পাবে-পাঠক কূলে। এছাড়াও ছাফা মোতালেব কলেজের প্রভাষক কফিল উদ্দিন এবং উম্মে হাবীবা শারিনার যথাক্রমে “ভালোলাগা ছাড়া ভালোবাসা যায় কি করে” এবং “ইতিহাস”নামে দু’টি কবিতা পাঠক সমাজের মানসিক প্রশান্তির জন্য যথেষ্ট বলে অনুমিত।
দৃষ্টিকাড়া কালারফুল কভার পেইজের নান্দনিকতায় টইটম্বুর এই-“লালগোলা” যারই দৃষ্টিগোচর হবে,সে-ই একটু নেড়েচেড়ে দেখবে-আগ্রহ দেখাবে-হাতে নিয়ে পড়তে সর্বোপরি আপন সংগ্রহে রাখতে প্রবৃত্ত হবেনই।