তন্দ্রা সরকার
এ এক ছত্রিশ বছর
ব্যবধানের ইতিহাস
ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২
মেসি জিতে নিলো ট্রফি,
ছত্রিশ বছর আগে ম্যারাডোনা
জিতেছিলো এই বিশ্বকাপ!
রাত জেগে ম্যারাডোনার খেলা দেখেছি
তখন থেকেই ম্যারাডোনার ফ্যান
আর্জেন্টিনারও ফ্যান আমি
এরপর মেসির ফ্যান!
প্রথম ম্যাসেই সৌদিআরবের কাছে
হেরে গেলো আর্জেন্টিনা
কষ্ট পেয়েছি খুব
খেলা দেখার নেশাটা আবার
চাঙা হয়ে উঠলো,
এরপর পরপর দুইবার চ্যালেঞ্জ করে
জিতে গেলাম আমিও,
মেসির দল ফাইনালে পৌঁছে গেলো
এবার আরও বেশি ভয়
কী জানি হয়!!
খেলার ঘন্টা দুই আগে
কেমন একটা জিদ চেপে ধরলো
আবারও চ্যালেঞ্জ –
‘আজকে আর্জেন্টিনা জিতবে’
পরপর দুই গোল দেয়ার সময়
আনন্দ উল্লাসে মেতেছি,
ফ্রান্সের মারমুখো প্রতিউত্তর
গোল শোধরানোতে কষ্ট পেলাম খুব
হাত পা ঠান্ডা হয়ে গেলো
অস্থির লাগছিলো খুব
এরপর টানা উত্তেজনাকর খেলা!
ড্র হলো যখন তখন নিশ্চিত হলাম
আর ঠেকানোর পথ নেই ফ্রান্সের
নিশ্চিত জয় আর্জেন্টিনার!
তবুও ভীষণ শ্বাসরুদ্ধকর অবস্থা
ট্রাইব্যাকারে মেসি জিতে গেলো
জিতে গেলো আর্জেন্টিনা
সারা পৃথিবীর মানুষ
আনন্দ উল্লাসে মেতে উঠলো!
ফোন আর ম্যাসেজের ফলে
ট্রফি দেয়ার মূহুর্তটা
দেখা হলো না আর,
অন্যদের পোস্ট দেখে
আনন্দে বিভোর হলাম
কতবার যে দেখেছি টেনে টেনে!
ঘোষক যখন ঘোষণা করছিলেন
মেসির যেন তর সইছিলো না
হাত নিশপিস করছিলো যেন
সেই রোমাঞ্চকর মূহুর্তের
ব্যাখ্যা দেওয়া কঠিন,
ধীরে ধীরে এসে
সোনার ট্রফিতে মেসির চুমু
এ এক ইতিহাস রচিত হলো!
বিশ্ববাসী তাকিয়ে দেখলো
উপভোগ করলো সেই ঐতিহাসিক মূহুর্ত,
বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি
ফুটবলের জাদুকর মেসি
সর্বকালের সেরা – মেসি
চুম্বকের মতো যার পায়ে লেগে থাকে বল!
২২.১২.২২