শাহাব উদ্দীন
উপজেলা যুব উন্নয়ন অফিসার, পটিয়া।
(প্রথম পর্ব)
আনন্দ-আলোচনা-আড্ডা-স্মৃতিচারণা-প্রচলিত লোকসংগীত-বাচ্চাদের আবৃত্তি,কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাকার আয়োজন আর স্মারক উপহার বিতরণ প্রভৃতি বর্ণিল আইটেম আবর্তনের মধ্য দিয়ে,গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম শহরস্থ সামারা কনভেনশন হলে সম্পন্ন হলো-ককসবাজারের খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের দিনব্যাপি বার্ষিক প্রীতি সম্মিলন ও ঐতিহ্যবাহি মেজবান।
অনুষ্ঠানমালার সবিশেষ আকর্ষণ ছিলো-বেশ প্রণি ধানযোগ্য একটি প্রকাশনা-“লালগোলা”। ব্যতিক্রমি এ স্মারকটির মোড়ক উন্মোচন করা হয়-বেশ নান্দনিকতার সাথে। এটির নামকরণ নিয়ে একটি ব্যাখ্যা সংগঠনটির সভাপতি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কাজী মিজানুর রহমান তার প্রারম্ভিক বক্তব্যে দিয়েছেন এভাবে-“মেধার খালের তীরে লাল রং এর গোলার (লবন সংরক্ষণাগার) নামেই লালগোলা নামের উৎপত্তি হলেও বর্তমানে লালগোলা খুটাখালীর অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম কেন্দ্রস্থল। পর্যটন স্পট হিসেবেও সুখ্যাতি রয়েছে লালগোলার। “লালগোলা” নামটি মুহূর্তেই খুটাখালীকে স্মরণ করিয়ে দেবে।”
খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাদেকা সোলতানা রুবাই এটির সম্পাদনায় মুন্শিয়ানার ছাপ রেখেছেন-এমনটি নিঃসন্দেহে বলা চলে।
সম্পাদকীয়তে তিনি উল্লেখ করেছেন-“আমাদের সদস্যদের অনেক চমৎকার,মননশীল ও মনের মাধুরি মাখা আবেগ -উচ্ছ্বাস ও ভালোবাসার মিশেল সমৃদ্ধ লিখনিতে আমরা আপ্লূত-মূগ্ধ!”
১২ উপদেষ্টা,কার্যকরি কমিটির ২৫,সম্পাদনা পর্ষদের ০৬ জনের নাম-ছবি এবং বর্তমান ২৪৪ সদস্যের ছবি- নাম -ঠিকানা সম্বলিত সুদৃশ্য তথা দৃষ্টিনন্দন মলাটের স্মারকটিতে-‘ছবি কথা বলে’ শিরোনামে সাংগঠনিক কার্যক্রমের ৪২টি স্থিরচিত্র স্থান পেয়েছে; যে গুলো সংগঠনের ইতি পূর্বেকার ইতিবাচক কাজ গুলোর অকাট্য প্রমাণক।
স্মারকটিতে এসোসিয়েশনের গঠনতন্ত্রও ছাপিয়েছে-০৬ পৃষ্ঠা জুড়ে;যা সংগঠনের সদস্যগনের গাইড লাইন হিসেবে কাজ দেবে-বৈকি। যাদের নিয়ে সংগঠনটির প্রথম পথচলা-সেই আহবায়ক কমিটির নামগুলোও প্রথমার্ধে ছাপিয়েছে এটিতে।