আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ সদরের গোদারবিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শুক্রবার (২৫ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদারবিল কবরস্থানের পাশে টেকনাফ সী-বীচ রোডস্থ মোহাম্মদ সালামের অটো গ্যারেজের সামনে রাস্তার উপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে
সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার লাল মিয়ার ছেলে জাহেদ উল্লাহ (৩৭) ও একই এলাকার বশির আহম্মদের মোঃ রশিদ (২০) এর কাছ থেকে
১৪ হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাসহ আটক দুই আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে হয়েছে।