আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ লেঙ্গুরবিলস্থ ফাইভস্টার মার্কেট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ সাবেকুন্নাহার (৪০) নামে এক নারী কারবারীকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এক নারী বিশেষ কায়দায় ইয়াবা গুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এমন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের একটি টিম টেকনাফ থানাধীন লেঙ্গুরবিলস্থ ফাইভস্টার মার্কেটের সামনে থেকে কে কে পাড়া এলাকার মোহাম্মদ আদিনের স্ত্রী সাবেকুন্নাহার(৪০) কে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।