শহিদুল ইসলাম
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে।উখিয়ার কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে হরিণ মার্কার প্রতীক নিয়ে১৭৪ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জানে আলম।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আহমদ চেয়ার মার্কার প্রতীক নিয়ে ১৫০ভোট পেয়েছেন।সহ-সভাপতি পদে মাইক প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুব আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৯ ভোট।সাধারণ সম্পাদক পদে মো:আলী আনারস প্রতীক নিয়ে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:রুবেল দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১১২ভোট। বাকী দুইজন নুরুল ইসলাম ৮৩ভোট ও দিপু বড়ুয়া ৯ভোট।সারাদিনের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ।এর আগে কেন্দ্র পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,কাজী আকতার উদ্দিন টুনু।এছাড়া সার্বিক ভাবে সহযোগিতা করেন ইউপি সদস্য হেলাল উদ্দিন।