জেলা প্রতিনিধি কক্সবাজার :
কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে পর্যটন নগরী কক্সবাজারে।
বিশ্বকাপ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি-শোভাযাত্রা ও মিলনমেলা করেছে আর্জেন্টিনা ফুটবলের সমর্থকেরা।
“আর্জেন্টিনা আর্জেন্টিনা, মেসি মেসি, শিরায় শিরায় রক্ত, আর্জেন্টিনার ভক্ত” আর্জেন্টাইন সমর্থকদের এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পর্যটন শহর কক্সবাজার।
বাহারছড়া মুক্তিযুদ্ধা মাঠ থেকে সমুদ্র সৈকত পর্যন্ত আর্জেন্টাইন সমর্থকদের পদভারে কক্সবাজার শহর হয়ে উঠে নীল সাদার শহর।
সোমবার ( ২১ নভেম্বর) বিকালে সাড়ে ৩ টায় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে কক্সবাজারে মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন দলে দলে গাড়িবহর নিয়ে হাজার হাজার সমর্থকরা মিলিত হন বাহারছড়া মুক্তিযুদ্ধা মাঠে।
পরে এক বিশাল শোডাউন বের করা হয়। এতে কয়েক হাজার আর্জেন্টাইন সমর্থক অংশ নেয়। শোডাউনটি মুক্তিযোদ্ধা মাঠ থেকে বের হয়ে কলাতলী সড়ক প্রদিক্ষণ করে সেখান থেকে সমুদ্র সৈকতে নেমে সমাবেশের আয়োজন করে।
এই শোডাউনে মোটর সাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বহরও যুক্ত করা হয়। আর্জেন্টাইন সমর্থকদের এই শোডাউনে মুখরিত হয়ে উঠে পুরো শহর। সবমিলে এক বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সর্বত্র।
এ সময় আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে আর্জেন্টিনার নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। আর্জেন্টিনার দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।
এই মিলনমেলায় আয়োজক ইমতিয়াজ হক বলেন, কক্সবাজার থেকে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান দিতে আর্জেন্টিনার সমর্থকদের একসাথে মিলিত করতেই এমন আয়োজন করা হয়েছে।
টেকনাফ থেকে আসা সমর্থক তারেক মোহাম্মদ রনি বলেন, আমি সীমান্ত এলাকার টেকনাফ থেকে এসেছি আর্জেন্টিনাকে সমর্থক বলে এই মিলনমেলায়। আশা করি
এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে নিবে। কারণ তাদের সব ধরনের সামর্থ্য রয়েছে বিশ্বকাপ জেতার মতো।
হলিদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কয়েস চৌধুরী বলেন, কক্সবাজারে আর্জেন্টিনা সাপোর্টারদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন। আমরা এভাবেই এক হয়ে আর্জেন্টিনার খেলাগুলো সবাই মিলে দেখব। আর আর্জেন্টিনা দলকে সমর্থন করব।
এর আগেও কক্সবাজারে জার্মান এবং ব্রাজিল সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত হয় যেখানে এরকম হাজার হাজার সমর্থকদের দেখা মেলেনি।