শহিদুল ইসলাম কক্সবাজার টুডে।।
কক্সবাজারের উখিয়ার পাতাবাড়ী শৈলেরঢেবা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।সোমবার বিকালে উখিয়ার পাতাবাড়ী খেলার মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলায় রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।উক্ত ফাইনাল খেলায় দুইটি দল অংশ নেন সিকদার বিল ফুটবল একাদশ বনাম রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ।খেলার দ্বিতীয়র্ধে রুমঁখা চৌধুরী পাড়া ফুটবল একাদশের ১৭নাম্বার জার্সিধারী শেখ জামালের দেওয়া গোলে এগিয়ে যান।এসময় প্রধান অতিথি বলেন ফুটবলের মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।উখিয়া ও টেকনাফের বদনাম ঘোচাতে খেলাধুলার বিকল্প নেই। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন,অধ্যক্ষ মিলন বড়ুয়া,উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,ইউপি সদস্য হেলাল উদ্দিন,উপজেলা যুবলীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল ও উখিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন টিপু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা বিনয় বড়ুয়া।সার্বিক দায়িত্ব পালন করেন আবদুল কাদের।