অনলাইন ডেস্ক
সৌদি আরবের বিপক্ষে হারের নড়ে-চড়ে বসেছে আর্জেন্টিনা। সমালোচকদের তোপের মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট। মেক্সিকোর বিপক্ষে আজ তাদের বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। এমন পরিসংখ্যানের সামনে থাকা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি মেক্সিকোর বিপক্ষে দলে আনছেন পাঁচ পরিবর্তন।
ম্যাচ শুরুর ৬ ঘণ্টা আগে আর্জেন্টিনা দলের একাদশ ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে দলে আসছে পরিবর্তন। অন্তত পাঁচ নতুন ফুটবলারকে শুরুর একাদশে যুক্ত করা হবে। তাছাড়া খেলতে পারে তারা ৪-৩-৩ ফরম্যাশনে।আর্জেন্টিনার একাদশে যারা আসতে যাচ্ছেন, এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা; রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পেরেদেস বা গুইডো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
প্রাথমিক দলের খবর অনুযায়ী বাদ পড়তে যাচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস টাগলিয়াফিকো, পাপু গোমেজ ও লিয়ান্দ্রো পেরেদেস। তাদের জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস অ্যাকুনা, এনজো ফার্নান্দেজ ও গুডিও রদ্রিগেজ।