ডেস্ক রিপোর্ট
প্রথম ম্যাচে ছয় উইকেটের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে সিরিজ জয় করলো বাংলাদেশ। গায়নায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ক্যারিবিয়ানদের থামায় মাত্র ১০৮ রানে। সে রান তাড়া করতে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৯ উইকেট এবং ১৭৬ বল হাতে রেখে। এনিয়ে টানা দশ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হারালো টাইগাররা।
শুরুতে ব্যাট করতে নেমে তিন স্পিনার নাসুম-মিরাজ-মোসাদ্দেকের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছিলো শাই হোপ-নিকোলাস পুরান-রোভম্যান পাওয়েলরা। পাওয়ার-প্লে তে ১০ ওভারে স্কোরবোর্ডে মাত্র ২৬ রানে তোলে হোপ-মায়ার্সরা। ২০ ওভার শেষেই নেই চার ব্যাটারের উইকেট, রান মাত্র ৪৬। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ১০৮ রান।
নাসুমের শিকার তিন উইকেট
১০ ওভার বল করে ৪ মেডেনে মাত্র ১৯ রান খরচায় নাসুম আহমেদের শিকার তিন উইকেট। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইনিংসের সফলতম বোলার মেহেদী হাসান মিরাজ। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত এবং বাঁহাতি পেসার শরিফুল ইসলামের শিকার ১ টি করে।
জবাবে তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। শান্ত ফিরে গেলেন অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম অর্ধশতক। তামিমের ৫০(৬২) এর সাথে লিটনের ৩২(২৭)-এ ভর করে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নাসুম আহমেদ।