ডেস্ক রিপোর্ট
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
আজ শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেত্রী।
এই তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্প সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, শর্মিলী আহমেদ বেশ কিছুদিন থেকেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। মরদেহ উত্তরার বাসায় নেওয়া হচ্ছে। তারপর পারিবারিকভাবে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।
১৯৪৭ সালে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশোটি নাটক ও দেড়শোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।