স্টাফ করেসপন্ডেন্ট:
এবার অনুগত মাদক কারবারী তথা ইয়াবা ব্যবসায়ীদের ইন্ধনে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে যেকোনো মাদক দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করছে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু।
গত মঙ্গলবার (২১ জুন) দৈনিক নয়াশতাব্দী পত্রিকায় একটি তথ্যভিত্তিক রিপোর্ট ছাপানোর জের ধরে আওয়ামীলীগ নেতা মাদু এমন ঘৃণ্য তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক শাহীন রাসেল। একই দিন দুপুরের দিকে সাংবাদিক রাসেলকে মুঠোফোনে হত্যার হুমকি, গুম ও অকথ্য ভাষায় গালিগালাজ করে মাদু। যা ওইদিন সারা জেলায় প্রত্যেক মানুষের মুখে মুখে নিন্দার ঝড় তুলে এবং আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরদিন ২২ জুন দিবাগত ভোর রাতে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত সাংবাদিক রাসেলের বাসগৃহ চতুর্দিকে ঘিরে পায়চারি করে রেকি করে যায়। আওয়ামীলীগ নেতা মাদু কর্তৃক একের পর এক এমন জঘন্য তৎপরতা নজরে এলে সাংবাদিক রাসেল কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে- বিতর্কিত আওয়ামীলীগ নেতা মাদুর অনুসারী একদল স্যোসাল এক্টিভিস্ট ফেসবুকে নানা ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য, হুমকিমূলক পোস্ট করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এদের অধিকাংশই জেল ফেরত দাগী আসামী এবং কালো তালিকাভুক্ত বিএনপি জামাতের কর্মী। মাদক ও জঙ্গিবাদে ঝুঁকে পড়া কতিপয় দলছুট সাবেক আওয়ামীলীগ কর্মী এদের সংগঠিত করে একটি সাংবাদিক সংগঠনের ব্যানারে এনে এসব অপকর্ম অব্যাহত রেখেছে।
আক্রান্ত সাংবাদিক শাহীন মাহমুদ রাসেল জানান- “মুঠোফোনে হত্যার হুমকি পাওয়ার পর থেকে আমি নিরাপত্তা সংকটে আছি। আমি আজ দু’দিন ধরে ঘরে যেতে পারছি না। সংবাদ প্রকাশের পর থেকেই মাদু আমার পেছনে লোকজন লাগিয়ে রেখেছে। দুর্বৃত্তরা গভীর রাতে আমার বাড়ি ঘর ঘিরে পায়চারি করে। আমার ফেসবুক আইডি ক্লোন করে নতুন নতুন আইডি খুলেছে কে বা কারা। তার অনুসারী মাদক কারবারী, ইয়াবা সেবী, জামাত শিবিরের চিহ্নিত দাগী ক্যাডারদের ব্যবহার করে ফেসবুকে পোস্ট দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখন অব্দি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আর এসব কিছু ঘটছে মাদু মুঠোফোনে হত্যা ও গুম করার হুমকি দেওয়ার পর থেকে। ফলে আমার পরিবার এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে জীবন যাপন করছে। এর মধ্যে খবর পাচ্ছি- এসব মাদক কারবারীদের ইন্ধনে মাদু আমাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।
এব্যাপারে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রদান করেছেন। উক্ত যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন- কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সদস্য, জাতীয় দৈনিক নয়া শতাব্দী, সময়ের কন্ঠস্বরের স্টাফ করেসপন্ডেন্ট ও বিডি24 লাইভ’র কক্সবাজার প্রতিনিধি সাহসী ও পরিশ্রমী সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু কর্তৃক মোবাইলে অশ্লীল গালাগালি ও প্রাণ নাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পিএমখালীর চেরাংঘর এলাকার আলোচিত মোর্শেদ বলী হত্যাকান্ডে জড়িত খুনিদের গডফাদার, পেশীশক্তি নির্ভর অপরাজনীতি অন্যতম হুোতা, বিকৃত মানসিকতার জনশূন্য বিতর্কিত নেতা, মাহমুদুল করিম মাদুর দু:সাহস দেখে আমরা বিস্মিত হয়েছি।
আওয়ামীলীগের পদবী ব্যবহার করে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করছেন এই মাদু। তার অপকর্মের ফিরিস্তি এতো লম্বা যে, সারাংশ লেখেও তা শেষ করা যাবে না।
আমরা এই মাদুর লাগাম টানার জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি এই রাজনৈতিক দুর্বৃত্তকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
এদিকে কক্সবাজারের উদীয়মান সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও হত্যার হুমকিতে ফুঁসে উঠেছে জেলার সর্বস্তরের সাংবাদিক সমাজ। তারা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন