আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ সারবাং এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশী মদ ও ৪৫ বোতল বিয়ারসহ একজন মহিলাকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার রাতে র্যাব-১৫ এর সিপিসি-১ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ ঝিনাপাড়া সাকিনস্থ জনৈক কালু মিয়ার বসত বাড়ির পশ্চিম পাশে রুমে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন মহিলা পালানোর চেষ্টাকালে সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিনাপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের স্ত্রী রোকিয়া বেগম (৩৫) কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা বস্তার ভিতর সর্বমোট ২৮ বোতল বিদেশী মদ ও ৪৫ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায়, মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করিয়া টেকনাফের ও দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে এবং জব্দ কৃত মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে মজুুদ রেখেছিলো।
তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।