আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের আলোচিত নুরুল হক ভুট্রো(৩৫) হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার আলী আহমদের ছেলে আব্দুল খালেক(২৮), অপরজন সন্দেহজনক আসামী মো. ইসমাইল(৩০)। তিনি ঘটনার মূলহোতা ও মামলার প্রধান আসামী মো. একরামের প্রধান সহযোগী বলে জানা যায়।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বুলবুল মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। দুইজনের মধ্যে একজন ভুট্রো হত্যা মামলার এজাহার নামীয় আসামী। অন্যজন সন্ধিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয়েছে। তবে এদের বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে সন্ধ্যায় টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ভুট্রোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নুরুল হক ভুট্রো সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজির পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।