নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করার জন্য তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়নের শুনানি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(১০ মে) সকাল ১১টায় ২নং ওয়ার্ড পাগলিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা চূড়ান্ত করার জন্য যাচাই-বাছাই করা হয়। তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যক্ষভাবে শুনানির মাধ্যমে তালিকা প্রণয়ন করার সিদ্ধান্ত হয়।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান রাজা শাহ আলম চৌধুরী বলেন,”তৃণমূল আওয়ামী লীগ কে সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়নে উখিয়া ও টেকনাফ উপজেলার প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ে প্রকৃত আওয়ামী লীগের কর্মীদের কাউন্সিলর করে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ কে সুসংগঠিত করা হচ্ছে। আওয়ামী লীগে বিএনপি জামায়াত কিংবা বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচন করা কর্মীরা কাউন্সিলর হতে পারবেনা। বিদ্রোহী প্রার্থী যত প্রভাবশালী হোক না কেনো আওয়ামী লীগে তাদের স্থান নেই।”
পরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা যাচাই-বাছাই কার্যক্রম রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসায় সম্পন্ন হয়। এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট রনজিত দাশ,উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের সদস্য সচিব ইউনুছ বাঙালী , জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।