-তোমায় বলি কি আর,
মনের যত গল্প-অন্যূক্ত যত কথা-যত আশা,
যত বৃহদ -সূক্ষ নতুবা,
সবই নয় কি তোমার নিকট জানা!
যার নাম প্রতি ক্ষণেতে-ক্ষণেতে পত্রশিরা অব্ধি যপে,
এত শত প্রাণ সবের স্পন্দন কী নয় -তোমারই তরে!
পৃথিবীর দূ-কূল একাকার হয়ে কায়ামাত হয়,
তা আমি জানি-সবাই জানে,
কিন্তু কার স্রেফ বিন্দুসম আদেশে কায়ামাত নামে!-
অপেক্ষা -উপেক্ষা শেষে -শেষ আশ্রয়টুকু,
আমার আল্লা তোমারই দ্বারে,
তোমার নিকট হতে কার শুন্য হাতে ফিরতি যাওয়া,
সবই তো আবেদন তোমার নিকট-
স্রেফ তোমারই নিকট-এই জনমে যত চাওয়া,
দু’জাহানের যত অণু বিরাজে-কার অধীন সব,
তুমি ব্যতিত কে আর!এ-খোদা,
তুমি ব্যতীত আর কে,
দু হাত তলে-চাই না আজ দু জাহান তোমার দ্বারে,
চাই স্রেফ সামান্য -মনেতে দু ‘বিন্দু রহমত,
মনেতে ভারী ইস্পাতের ন্যয় ভার-তোমার মানব সবার,
ফিরিয়ে দিও না! তুমি ব্যতীত আর কার নিকট,
আমাদের যত সহস্র বৃহদ-সূক্ষ চাওয়া।।