,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকায় এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহজাহান মিয়া(২৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ী পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আনোয়ারের ছেলে এবং কেন্দ্রীয় মটর শ্রমিক লীগের সদস্য ও পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়ার ছোট ভাই।
বুধবার (১৮মে) বিকালে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া নিজ বসত-বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী দাশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া আনোয়ারের ছেলে শাহজাহান মিয়ার বসত-বাড়িতে অভিযান চালিয়ে শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতভিটার এক পাশে একটি কুড়ে ঘর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শাহজাহান মিয়াকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।