মোহাম্মদ ইমরান, উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলায় খালের পানিতে ডুবে রিদোয়ান আবিদ সাঈম (০৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় হিজলিয়া খাল থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। নিহত সাঈম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ওয়ার্ডের হিজলিয়া গ্রামের ছৈয়দ আলম এর ছেলে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টার সময় ছৈয়দ আলম মাছ শিকার করতে বাড়ি থেকে বাহির হলে। বাবার পিছনে পিছনে তার ছেলে সাঈম’সহ তার আরো দুই বন্ধু বাহির হয়। বাবা খালে মাছ শিকার করার সময় ছেলে সাঈমকে দেখতে পেলে বাড়িতে চলে আসতে বলেন।
বাবার কথা শুনে শিশু সাঈম’সহ তার আরো দুই বন্ধু বাড়িতে চলে আসার সময়। খালের পাড়ের কাঁদা মাটিতে পিচ্ছিল খেয়ে জোয়ারের পানিতে সাঈম ডুবে যায়। মূহুর্তে তার দুই বন্ধুরা চিৎকার দিয়ে কান্নাকাটি করলে।
খাল পাড়ের বাসিন্দা শাহনওয়াজ মসজিদ থেকে নামজ পড়ে দুপুরের খাবার খেতে বসলে। শিশুদের চিৎকারের আওয়াজ শুনে। দ্রুত ঘটনা স্থলে গিয়ে পৌঁছায় এবং শিশু সাঈমকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু সাঈমকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে শিশু সাঈমের মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান। সাঈমের চাচা মোহাম্মদ জাহাঙ্গীর।