লাল রঙা ফুলের বাগানে
নীলাভ সাদায় মোড়ানো এক অপরুপা
শতরঙে রঞ্জিত শতডানার প্রজাপতির মত
রঙিন পাখার সৌন্দর্য মেলে উড়তে চাইছে।
উপরের ধবধবে সাদা আকাশ
তাকে বরণ করার ইচ্ছা পোষণ করেছে;
তবে বিস্তর ফারাক অপরুপার আকাশের সাথে
সেই উপরের ধবধবে আকাশের !!
অপরুপার আকাশ টা
আছে তার আশেপাশেই
তার খুব কাছেই
ইচ্ছে করলেই সেই আকাশ সে ছুতে পারে
নেই সেই আকাশে অন্য কারো আনাগোনা
সেই আকাশ শুধু অপরুপার,
শুধুই অপরুপার।