ফারুক আহমদ, উখিয়া:
আমান (এসোসিয়েশন পল ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক) বিগত ২০১৭ থেকে বাস্তুচুত্য রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিভিন্ন দাতা সংস্থার সহযোগীতায় বিভিন্ন ক্যাম্পে মানবিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন।কর্মসূচির মধ্যে রয়েছে -স্বাস্থ্য সেবা, ওয়াটার এন্ড স্যানিটেশন সেবা, শিশু শিক্ষা কার্যক্রম, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দক্ষতামূলক কার্যক্রম ( সেলাই প্রশিক্ষণ) , এতিমখানা, সেল্টার ও সোলার বিদ্যুৎ সেবা। এসব কার্যক্রম পরিস্থিতি দক্ষতার সহিত এনজিও আমান পরিচালনা করে আসছে।
গত ২২ মার্চ ২০২১ রোহিঙ্গা ক্যাম্প ৫, ৮ ডব্লিউ, ৮ ই ও ক্যাম্প ৯ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্যাম্প কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেছে এবং অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিভিন্ন সময় ত্রান সামগ্রীও বিতরন শুরু করেছেন। এর ফলশ্রুতিতে গত ৪ মার্চ ২০২১ ক্যাম্প ৮-ই তে মোট ১৪১২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করে। তার মধ্যে কিচেন সামগ্রী- (বালতি- ৩০ লিটার-১ ঢাকনাসহ, পাতিল – ২ টা, জগ- ১ টি, প্লেট – ৩ টি, গ্লাস – ২ টি) ৭০৬ টি পরিবারের মাঝে ও ৭০৬ টি পরিবারের মাঝে কাপড় সামগ্রী (বেডসীট ১ টি, মশারী ১ টি, টি শার্ট ২ টি, বোরখা ১টি, সেলোয়ার-কামিজ ৩ সেট) বিতরণ সম্পন্ন করে। বিতরন ক্যাম্প কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ক্যাম্পের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বল্কের মধ্যে সম্পন্ন করা হয় । উক্ত কার্যক্রমগুলো আর্থিক সহায়তা করেছে হেল্পিং হ্যান্ড ফর রিলিফ এন্ড ডেভেলপমেন্ট(এইচএইচআরডি), ইউএসএ এবং আল-ইমদাদ ফাউন্ডেশন, ইউকে এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ‘আমান’।
উক্ত বিতরন কার্যক্রমে ক্যাম্প ইন চার্জ(সিআইসি) আহসান হাবিব , বালুখালী ৮-ই ক্যাম্প উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন। এই সময় “আমান” এর পক্ষে থেকে উখিয়া এলাকা অফিসেরর্ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।