রিদুয়ানুর রহমান:
উখিয়ার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ময়নারঘোনা ক্যাম্প নং-১১ এলাকায় অভিযান পরিচালনা করে ক্যাম্প-১৩ এর কালা মিয়ার ছেলে মোহাম্মদ সালাম (২১), আমান উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও নুর ইসলামের ছেলে আব্দুল হাফেজ (২৪) ও মোহাম্মদ রিয়াজ (২১)কে ইয়াবাসহ আটক করে। তথ্য সুত্রে জানাগেছে আটক চার মাদক ব্যবসায়ী উখিয়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা।
পরে আটক আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ৯ হাজার ৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার সকাল ১১টায় ইয়াবা উদ্ধার ও আসামী আটকের বিষয় কক্সবাজার টুডেকে নিশ্চিত করে র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) এসএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।